আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ–০২ ( সদর-কামারখন্দ ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সোমবার (২৯ডিসেম্বর-২০২৫) বিকেলে উক্ত মনোনয়ন দাখিল করেন- সিরাজগঞ্জ
জেলা বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। এ টিমের প্রধান ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু-তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ কক্ষে – আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের আগে ইকবাল হাসান মাহমুদ এর বাসভবনে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।