
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার সময় বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন ও যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মো: পলাশ(৩৪) পিতা: মো:নুরে আলম কে ২০০০/- (দুই হাজার) টাকা, মো:দুলাল(৩৮) পিতা: আবদুল বারেক কে ১০০০/- (এক হাজার) টাকা এবং মো:শরীফ(৩২) পিতা: মনিরুল ইসলাম কে ২০০০/- (দুই হাজার) টাকা এবং অন্য এক অভিযানে মো: হানিফ(৩০) পিতা: আবদুর রশিদ কে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। ওই সময় বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস এ অভিযান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
২৩-১২-২০২৫