শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত সেনা সদস্য শান্ত’র মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ / ১২০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য শান্ত মন্ডলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্বজনদের আহাজারি আর চোখের পানিতে ভারী হয়ে উঠে রাজারহাটের ছাটমাধাই গ্রাম।
জানা যায়,সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত কুড়িগ্রাামের রাজারহাট উপজেলার সেনা সদস্য শান্ত মন্ডল ও উলিপুরের মমিনুল ইসলামের মরদেহ আজ হেলিকপ্টারে করে পৌঁছায় উলিপুর হ্যালিপ্যাডে।

রবিবার সকাল থেকেই নিহতদের পরিবার ও স্বজনরা অপেক্ষায় থাকেন উলিপুর হ্যালিপ্যাড মাঠে। ঢাকা থেকে সকাল ১০টায় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মরদেহ পৌঁছাতে দেরি হয়। দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টার উলিপুরে অবতরণ করলে শোকের আবহ আরও ভারী হয়ে ওঠে।

এরপর সেখান থেকে সৈনিক শান্ত মন্ডলের মরদেহ নেয়া হয় রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামে। বিকেলে আসরের নামাজ শেষে জানাজান্তে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এসময় গ্রামে শোকের মাতম ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। জানাজা নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ছাটমাধাই গ্রামের শান্ত মন্ডল ছিলেন মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের কনিষ্ঠ পুত্র। ২০১৮ সালে এসএসসি পাসের পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের ড্রোন হামলায় প্রাণ হারান এই তরুণ সেনা। নিহত শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খন্দকার বৃষ্টি পাঁচ মাসের অন্তঃস্বত্বা। স্বামীর মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি। বীর সেনা সন্তানের মৃত্যুতে শোকস্তবদ্ধ পুরো এলাকা। স্বজনদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। দেশের শান্তি রক্ষায় বিদেশের মাটিতে জীবন দেওয়া দুই বীর সেনা চিরনিদ্রায় শায়িত হলেও রেখে গেলেন অগণিত অশ্রু আর গভীর শূন্যতা। তার বিশ্বাস হচ্ছিল না শান্ত তাকে ছেড়ে চলে গেছেন।

কান্নাজড়িত কণ্ঠে বৃষ্টি বলেন, সে আমাকে কথা দিয়েছিল দ্রুত ফিরে আসবে। অথচ লাশ হয়ে ফিরে আসলো। কান্না করতে করতে বারবার পরে যাচ্ছিলেন বৃষ্টি।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন,ছোট সস্তান হিসেবে তার মায়ের খুব আদরের ছিল শান্ত মন্ডল। তার বাবা নুর ইসলামের মৃত্যুর পর শান্তর মায়ের বড় ভরসা ছিল শান্ত। সৃষ্টিকর্তাই জানেন তার মা এখন কি নিয়ে বেঁচে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, সংসদ পদপ্রার্থীগণ ও সর্বস্তরের মানুষজন। উপজেলা নির্বাহী অফিসার সহ সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর