শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

খোকশাবাড়ীতে রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় রোল মডেল ফেয়ার অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৭৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

‘‘হলে নারীর ক্ষমতায়ন, হবে দেশের উন্নয়ন’’—এই শ্লোগানকে সামনে রেখে- সিরাজগঞ্জ খোকশাবাড়ীতে রোল মডেল ফেয়ার–২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয় । রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
জার্মান কর্পোরেশনের অর্থায়নে উত্তরন ও

এফআইভিডিবি-এর উদ্যোগে আয়োজিত-

রবিবার (২১ডিসেম্বর-২০২৫)  দুপুরে সিরাজগঞ্জ  সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ রোল মডেল ফেয়ারে স্কুলের শিক্ষার্থী, নারী ও সদর উপজেলার চারটি ইউনিয়নের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সিরাজগঞ্জেট উপ-পরিচালক এ,কে, এম, মনজুরে মাওলা, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ সাইদী রহমান, উত্তরণ এর অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ  সাইদুর রহমান, এফআইভিডব্লিউবি’র প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ  নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক  মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবার সহকারী পরিচালক খন্দকার গোলাম সরোয়ার, বারটানের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. আব্দুল মজিদ এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ  মিরাজ হোসেন মিসবা বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে। শিক্ষা, অধিকার বিষয়ে সচেতনতা এবং আত্মনির্ভরশীলতার মধ্য দিয়েই নারীর ক্ষমতায়ন সম্ভব। এতে নারীর নেতৃত্ব বিকশিত হয়, ন্যায়বিচার ও সততার পরিবেশ তৈরি হয় এবং আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধি পায়।

তারা আরও বলেন, প্রকল্পের আওতায়- গ্রামীণ নারীদের জন্য শাক-সবজি উৎপাদনসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ করা হচ্ছে। এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।  অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা স্টলের মাধ্যমে নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর