শিরোনাম
শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

​আইসিএমএবি সেরা কর্পোরেট পুরস্কার ২০২৫ অর্জন করল ‘এসএসএস’

​বিশেষ প্রতিনিধি: / ৬৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

​বিশেষ প্রতিনিধি:

জাতীয় পর্যায়ে অনন্য সাফল্যের স্বাক্ষর রাখল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। মাইক্রোফাইনান্স ও এনজিও ক্যাটাগরিতে অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ‘১৫তম আইসিএমএবি দ্বিতীয় সেরা কর্পোরেট পুরস্কার ২০২৫’ অর্জন করেছে।

​গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

​এসএসএস-এর পক্ষে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মাহবুবুল হক ভূইয়া এবং যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) জনাব দীপ্তিময় বড়ুয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) জনাব সৈয়দ নাসির উদ্দিন ও জনাব মো. ওয়ালিউল্লাহ (গবেষণা ও প্রকাশনা)-সহ বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে এসএসএস কর্তৃপক্ষ জানায়, এই স্বীকৃতি সংস্থার কর্পোরেট সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার সুদৃঢ় অবস্থানকেই প্রমাণ করে। উল্লেখ্য, এসএসএস দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সাফল্যের সাথে কাজ করে আসছে। এর আগে সংস্থাটি প্রধানমন্ত্রীর জাতীয় বনায়ন পুরস্কার (১৯৯৭), সিটিগ্রুপ সেরা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পুরস্কার (২০০৮ ও ২০১৩) এবং আইসিএবি বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট পুরস্কারসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।

​প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয়ের জন্য সুস্থতা কামনা:

অনুষ্ঠানে এসএসএস-এর সকল অর্জনের কারিগর, সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আবদুল হামিদ ভূইয়া মহোদয়ের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বর্তমানে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সংস্থার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সততা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে ঐতিহ্য তিনি প্রতিষ্ঠা করেছেন, আইসিএমএবি-র এই পুরস্কার সেই দূরদর্শী নেতৃত্বের এক অনন্য স্বীকৃতি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর