বাঁশখালী মদীনাতুল উলুম কুদ্দুসিয়া হেফজখানা থেকে হিফজ সম্পন্ন করল আলহাজ্ব মোহাম্মদ ইমরান কন্যা
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
/ ৭১
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
নিউজটি শেয়ার করুন
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বাঁশখালী হজ্জ্ব কাফেলার ব্যবস্থাপক আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর বড় কন্যা পবিত্র কুরআনে হিফজ সম্পূর্ণ করেছেন। তিনি বাঁশখালী মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্স থেকে সফলভাবে হিফজ সম্পন্ন করে একজন হাফেজা হিসেবে গৌরব অর্জন করেন।
কন্যার এ সাফল্যে পরিবার পক্ষ থেকে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে তারা সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন, যাতে আল্লাহ তাআলা তাকে কুরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন এবং ভবিষ্যতে একজন আদর্শ আলেমা হিসেবে গড়ে ওঠার সুযোগ দেন।
উল্লেখ্য, কুরআনে হিফজ সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জন্য যেমন বড় অর্জন, তেমনি একটি পরিবারের জন্যও তা অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনি ইলমে আরও অগ্রসর হওয়ার তাওফিক দান করেন এবং তার ইলমের মাধ্যমে দ্বীন ও সমাজের খেদমত কবুল করেন—আমিন।