রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চালা আদালত চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় বসানো হয়েছে বিভিন্ন পর্যায়ের হরেক রকম স্টল, এখানে বিভিন্ন দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু-কারু পণ্যের সমাহার দেখা যায়। মেলার আয়োজন ও সন্ধ্যার কনসার্টকে কেন্দ্র করে ধীরে ধীরে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন। এরইমধ্যে মেলা প্রাঙ্গণে অনেকেই ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে হাতের কারুকার্য খচিত শাড়ি দেখছেন। অনেকেই বিভিন্ন লেখকের গল্পের বই কিনছেন, কেউ চুড়ি মালা কিনতে কসমেটিকস স্টলে ভিড় জমাচ্ছে। অনেকেই আনন্দ পেতে নাগর দোলায় আবার কেউ ঢেংগি নৌকায় চরে দোল খাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে নেটস্প্রিংয়ে চরে লাফিয়ে লাফিয়ে আনন্দে মেতে উঠেছে, কেউবা হাতি, ঘোড়া, হরিণের পিঠে চরে গুরছে আর সেই দৃশ্য মা- বাবা ফোন দিয়ে ভিডিও করছে, এক কথায় কিছু সময়ের জন্য হলেও একটা প্রাণবন্তকর সময় কাটছে বলে লক্ষ্য করা যায়। বাচ্চারা অনেকেই চোকবার সুস্বাদু আইসক্রিম, ভুট্টার খই, জালমুরি সহ বিভিন্ন আইটেম খাবার খাচ্ছে, কেউবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চটপটি, ফুচকা, লুডুস,পিয়াজি,ভরা,ছোলা ইত্যাদি খাবার খেয়ে হাসিখুশি ভাবে মেলাকে প্রানবন্ত করে তুলছে। এক কথায় বিজয় দিবসের বিজয় মেলা আনন্দ উৎসব মুখর পরিবেশে আনন্দ বিনিময় হয়।