
বাংলাদেশ সেনাবাহিনী’র ১১’পদাতিক ডিভিশন বগুড়া থেকে, ৪০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র উদ্যোগে-সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চর ভানুডাঙ্গাতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রম করা হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজীপুর উপজেলার চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মেডিকেল ক্যাম্পেইনে, নারী রোগী- ৯৪৫ জন,
পুরুষ রোগী-৬৫৪জন,শিশু রোগী-২৩০ জন-
সর্বমোট ১৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগে সিরাজগঞ্জের প্রত্যন্ত এ অঞ্চলের গরীব, অসহায় ও দুস্থ রোগীরা সেনাবাহিনী’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।