
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর "দাড়িপাল্লা" প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
প্রচারণাকালে নাজমুল হক, তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক বলেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। এই আসনের মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন।
গণসংযোগকালে সাথে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
সবমিলিয়ে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩