
ভক্তি, ত্যাগ, সাধনা ও অদ্বৈত দর্শনের চিরন্তন আদর্শকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী ঋষিধামে অনুষ্ঠিত হয়েছে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অংশ হিসেবে আন্তর্জাতিক ঋষি সম্মেলন।
১১ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনের ষষ্ঠ দিনে বুধবার (২৮ জানুয়ারি) আয়োজিত সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত ঋষি, সাধু-সন্ন্যাসী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, ভক্ত ও অনুসারীদের উপস্থিতিতে ঋষিধাম প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনক্ষেত্রে।
সম্মেলনে প্রধান আশীর্বচন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। তাঁর বক্তব্যে তিনি বলেন, “ঋষিকুম্ভ ও কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; এটি মানবতার মহামিলন এবং আধ্যাত্মিক চেতনার এক মহান উৎসব।”
তিনি আরও উল্লেখ করেন, অদ্বৈত দর্শনের মূল শিক্ষা হলো—সমস্ত প্রাণে এক ও অভিন্ন পরম সত্যের প্রকাশ, যা মানুষকে হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণ ও শান্তির পথে পরিচালিত করে।
বর্তমান বিশ্বের অস্থিরতা, সহিংসতা ও বিভেদের প্রেক্ষাপটে ঋষি ও সাধুদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মোহন্ত মহারাজ বলেন, “আজকের সময়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঋষি-সাধুদের দায়িত্ব আরও বেড়েছে। ত্যাগ, সাধনা ও আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই ঋষি-পরম্পরার মূল লক্ষ্য।” তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নৈতিকতা, মানবিকতা ও আত্মঅনুসন্ধানের চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, সহনশীল ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কাঞ্চন বিশ্বাস, অর্থ সম্পাদক শ্রী তড়িৎ কান্তি গুহ, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল। এছাড়াও অলোক দাশ, শ্রী প্রদীপ কান্তি গুহ, শ্রী ঝুন্টু কুমার দাশ, পরিষদের কর্মকর্তা দোলন দাশসহ উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র ও ঐতিহ্যবাহী এই আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রতিদিনই আন্তর্জাতিক ঋষি সম্মেলন, ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন, যোগ-ধ্যান, সাধনা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের মতে, এই আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩