
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচন পরিচালনায় সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময়ে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো ধরনের সীমান্ত অপরাধ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে বিজিবি বাড়তি সতর্কতা অবলম্বন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে। সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন—সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪—এর ১০টি উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
হাওড়বেষ্টিত ও দুর্গম এলাকা হওয়ায় নির্বাচনকালীন নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, এ চ্যালেঞ্জ মোকাবেলায় সড়ক ও নৌপথে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এছাড়া নির্বাচনী এলাকায় ড্রোনের মাধ্যমে সার্ভেইল্যান্স পরিচালনা, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা এবং প্রয়োজনে নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়।
বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩