
চট্টগ্রাম প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এবং চ্যানেল ১০ টিভি-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জাগো বাঁশখালীর চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। একইসঙ্গে সমাজ উন্নয়নে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান তুলে ধরার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোঃ আবু সিদ্দিক দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা সমাজের জন্য অনুকরণীয়।
সম্মাননা গ্রহণকালে মোঃ আবু সিদ্দিক বলেন, “এই সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।” তিনি এই স্বীকৃতির জন্য দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩