প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:১৪ পি.এম
ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেবের সহধর্মিণী শিরিন আক্তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। বুধবার রাত আনুমানিক ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমা শিরিন আক্তার বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের শ্রদ্ধেয় মাতা। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী কাজিম চৌধুরী বাড়ির জমিদার পরিবারের সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার জানাজা বৃহস্পতিবার বিকাল ২টায় পূর্ব গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শিরিন আক্তারের ইন্তেকালে স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩