চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাশ মুন্সির হাট প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী আদর্শ যুব কাফেলা, রামদাশ মুন্সির হাট মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন পরিষদ এবং আলহাজ্ব মরহুম মেম্বার শফিক আহম্মদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ২ ঘটিকায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিফায়ে গারাংগিয়া শাহ্ সুফী হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আহমদ নজির—সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং খতিব, রামদাশ মুন্সির হাট জামে মসজিদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ চিকিৎসক ডাঃ ফারুক আহমদ, সাবেক অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মাওলানা জহিরুল ইসলাম (অধ্যক্ষ, হামিদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা), মাওলানা আব্দুল মালেক আশরাফি (অধ্যক্ষ, ফতেপুর জে.বি নুরীয়া দাখিল মাদ্রাসা), সমাজসেবক আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী (সাবেক চেয়ারম্যান, ৫নং কালিপুর ইউনিয়ন), আলহাজ্ব হযরত মৌলানা শাহজাদা মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (কোকদন্ডি, বাঁশখালী), মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব ফারুকী (অধ্যক্ষ, ডলমপীর শাহ্ (রহঃ) সিনিয়র মাদ্রাসা), এবং জনাব মুহাম্মদ আবুল কালাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৫নং কালিপুর ইউনিয়ন)।
কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ), কো-চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদ।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন—ইমাম ও খতিব, আর রুয়াইস সিটি হসপিটাল মসজিদ, আবুধাবি এবং সাধারণ সম্পাদক, বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন— হযরত মৌলানা মোহাম্মদ আবদুর রহমান (সুপার, ভোরুদন্ডী শাহ বারিয়াহ মজিদিয়া (রহঃ) ইসলামিয়া ইউপ্রিয়া দাখিল মাদ্রাসা), মাওলানা হাফেজ ইলিয়াছ আনছারী (খতিব, গাউছিয়া তৈয়বীয়া জামে মসজিদ, চট্টগ্রাম), এবং হযরত মৌলানা মোহাম্মদ হারুনুর রশিদ নুরী (শিক্ষক, পালেগ্রাম হাকিমিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসা, বাঁশখালী)।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হৃদয়স্পর্শী বক্তব্য প্রদান করেন মাওলানা মোহাম্মদ হাসানুল হক কাদেরী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান (খতিব, নোয়াপাড়া শেখপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ, হালিশহর) এবং মাওলানা মোহাম্মদ ইছমত আলী আলকাদেরী (সিনিয়র মুদাররিস, আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া সুদ্রিয়া দাখিল মাদ্রাসা, হালিশহর, চট্টগ্রাম)।
মাহফিলে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন নজু মিয়া সওদাগর জামে মসজিদ, চাকতাই-এর খতিব মীর মোহাম্মদ নুর নাহার জামে মসজিদ, বোয়ালখালী।
সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মৌলানা এম ইউসুফ ফারুকী।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন গঠনের আহ্বান জানান এবং সুন্নী আকিদা ও আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।