
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ ও গণভোট - ২০২৬ উপলক্ষে ৫৭ রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোঘণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় বাঘা–চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তার। স্বাগত বক্তব্য দেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণবিধি বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী।
অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এ আসনের ৪ জন প্রার্থী। তাঁরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেদ, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী ও বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক।
এছাড়াও নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে সকলকে অবহিত করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী । ইশতেহার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন চারঘাট উপজেলার একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে ৪ জন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ করেন। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩