প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:০৩ এ.এম
শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী–এর আজ শুভ জন্মদিন উপলক্ষে নানা শ্রেণি–পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাঁর দৃঢ়তা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।
শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩