
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬খ্রি. উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন,
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি ২০০৬) রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ আমিনুর রহমান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল খালেক পাটোয়ারী।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।