
কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট মনোনীত প্রার্থী ড. একেএম সরওয়ার সিদ্দিকী রবিবার (২৬ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার ঐতিহাসিক মনোহরগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
ডাকাতিয়া নদীর তীরঘেঁষা এ বাজার এলাকায় প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে তার নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রচারণায় অংশ নেন।
ড. একেএম সরওয়ার সিদ্দিকী বলেন, জনগণের অধিকার ও ন্যায্য ভোট প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রচারণাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময় করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩