আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি. উপলক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ জানুয়ারি-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত বিশেষ আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময়ে সভায় জেলার বিজিবি, সেনাবাহিনী, র্যাব অধিনায়কবৃন্দ ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, আনসার কমান্ড্যান্ট, সকল থানার ওসি ও জেলার সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সভায় জেলার সকল ভোটকেন্দ্রের সার্বিক পরিস্হিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্হা, বিজিবি-সেনা সদস্যদের মোতায়েন পয়েন্ট, কর্মকর্তাদের যাতায়াত ও আবাসন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সকল উপজেলায় নিয়মিত পর্যবেক্ষণ করছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর।