
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেউড়া গ্রামে ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস আলী গোষ্ঠী ও ইউসুফ আলী গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। ঈদগাহ মাঠের জায়গার একটি অংশ সরকারি খাস জমি হলেও তা স্থানীয় এক গোষ্ঠীর লোকজন তাদের বাড়ির পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এই বিরোধকে কেন্দ্র করে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দু’পক্ষের লোকজন মাঠে মাপজোক ও দখল নিয়ে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিরাজ করছে থমথমে অবস্থা।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩