মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (চারঘাট -বাঘা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক ভোটারদের সমর্থন ও দোয়া চেয়ে গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন পর এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী পাওয়ায় নারী ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক এলাকার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সাধারণ নারী ভোটারদের সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নাজমুল হক ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। তাই সবাই যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নাজমুল হকের সাথে কথা বললে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের দাবি জোরালোভাবে তুলে ধরবেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, শফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।