

দেড়শো বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে'র আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ পৌর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম উদ্বোধন করলেন- জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, পৌরসভার প্রধান নির্বাহী আদনান চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩