শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠশ্রেণীর প্রথম নবীন-বরণ নতুন ভর্তিকৃত ৩৬০জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উপজেলা যুব বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মোঃ জালাল উদ্দিন। শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ ইং) বিকাল সাড়ে চারটা থেকে রাত ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক যুব কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাঝখানে মাগরিবের নামাজ আদায়ের জন্য নির্ধারিত সময় বিরতি দেওয়া হয়।

শিবিরের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির দায়িত্বশীলবৃন্দ। কর্মী শিক্ষা শিবিরে যুব কর্মীদের আদর্শিক গঠন, নৈতিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা ও সমাজ গঠনে যুবসমাজের দায়িত্ব নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের (যুব জামায়াতে ইসলামী) মৌলভীবাজার জেলা সভাপতি ও সদর আমীর জনাব মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আদর্শে গড়ে ওঠা দায়িত্বশীল যুব কর্মীরাই একটি কল্যাণরাষ্ট্র গঠনের মূল শক্তি হতে পারে। তিনি আরও বলেন, আত্মশুদ্ধি, নিয়মিত অধ্যয়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে একজন কর্মীকে নিজেকে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সমাজ বাস্তবতায় তরুণ প্রজন্ম নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে। এ অবস্থায় আদর্শিক শিক্ষা শিবির যুবকদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত দাওয়াতি কাজ, মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ় থাকার আহ্বান জানান।

শিবিরে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কর্মী শিক্ষা শিবিরের মাধ্যমে যুব কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি শক্ত ভিত্তি তৈরি হয়। তিনি শিবির সফল করতে অংশগ্রহণকারী সকল কর্মী ও আয়োজকদের ধন্যবাদ জানান।

শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের ইতিহাস, সংগঠনের কর্মপদ্ধতি, ব্যক্তিগত আমল-আখলাক, সামাজিক দায়বদ্ধতা এবং সময়োপযোগী চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে পৃথক পৃথক সেশন পরিচালনা করা হয়। অংশগ্রহণকারী কর্মীরা এসব আলোচনা থেকে দিকনির্দেশনা লাভ করেন বলে জানান।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন উপস্থিত দায়িত্বশীল আলেমবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর