
বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বণিকপাড়া সড়কের সিসি ঢালাই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ সড়ক উন্নয়ন কাজে এলাকায় বইছে স্বস্তির হাওয়া।
রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে বসাবেন) কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মীদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। মানসম্মত ও টেকসই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দৈনন্দিন চলাচল সহজ করা হচ্ছে। জনগণের কষ্ট লাঘব করতেই এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, বণিকপাড়া সড়কটি এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসি ঢালাই সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদাজনিত দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, তরুণ সমাজের আইডল, বিশিষ্ট সমাজসেবক এবং চাঁদপুর কিউ এইচ আর ডি ইউ আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব সিরাজুল হক সিরাজ। তিনি বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের উন্নয়নমুখী উদ্যোগে পুকুরিয়া ইউনিয়ন ধীরে ধীরে আধুনিক অবকাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও এলাকাবাসী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। তারা উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন হলে বণিকপাড়া সড়কটি যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩