
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযানে দুই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র।
রবিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাঁরা দুজনই সরল ইউনিয়নের বাসিন্দা।
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার রেকর্ড রয়েছে এবং তাঁরা পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।
অভিযান চলাকালে নতুন বাজার এলাকার বেড়িবাঁধ সংলগ্ন আমান উল্লাহর বাড়ির পেছনের একটি টমেটো ক্ষেত থেকে ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ব্যবহৃত কার্তুজের খোসা ও ৩টি রামদা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পালানোর সময় ফেলে যায়।
বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, নতুন বাজার এলাকাকে সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে কারণে সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আটক দুই সন্ত্রাসীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্রের সূত্র ধরে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩