

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোলানী বাজারের পাশে অবৈধভাবে জমি দখল ও ৪০ টি গাছ কাটার সংবাদের ভিত্তিতে সংবাদসংগ্রহের সময় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি হাসান আলী ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাজেদুল ইসলামের উপর অতর্কিত হামলা করে রেজুসহ তার লোকজন। এসময় পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকি সহ মারধর করে মোবাইল, ক্যামেরা ও একটি মাইক্রোফন ছিনিয়ে নেয়।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ও উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে।
কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় বলেন, আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে কোন ঝামেলা বা মারামারি না করার কথা বলে চলে যায়। এসময় আমি উভয় পক্ষের উদ্দেশ্যে বলি সকলের বক্তব্য নেওয়া হয়েছে আর কেউ কি দিবেন? এসময় রেজু নামে একজনসহ তার লোকজন আমাকে ও আমার সহকর্মী হাসান আলীকে পুলিশের সামনেই বেধরক মারধর করে ।
সাংবাদিক হাসান আলী বলেন, রেজু নামে ছেলেটিসহ কয়েকজন যুবক ও মহিলারা গাছ কাটা ও অবৈধভাবে জমি দখলের চেষ্টা করায় তাদের কাজে বাধা প্রদানের কারণে আমাদের উপর পুলিশের সামনেই মারধর করে আমার একটি মোবাইল ও সহকর্মী মাজেদুলের একটি ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেয় রেজুসহ তার লোকজন। ঠাকুরগাঁও সদর থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমরা এঘটনায় দোষীদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩