শিরোনাম
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

দেশে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে’—তাহিরপুরে কামরুজ্জামান কামরুল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাব রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে দেশে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, “একটি দল ভোটারদের বিভ্রান্ত করার জন্য বলে বেড়াচ্ছে—তাদের মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। অর্থাৎ তারা এখন প্রকাশ্যেই বেহেশতের টিকিট বিক্রি করছে। এটি শুধু রাজনৈতিক অপপ্রচার নয়, বরং ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা।”

তিনি আরও বলেন, “আমি একজন মুসলমানের সন্তান হিসেবে যতটুকু জানি, কোরআন-হাদিসের কোথাও লেখা নেই—অমুক প্রতীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। কোথাও শুনিনি কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে সওয়াব পাওয়া যাবে। এসব সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি।”
বিএনপির এই প্রার্থী বলেন, ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের সচেতন মানুষ এখন সব বুঝে গেছে। এসব মিথ্যাচারের উপযুক্ত জবাব জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মপ্রাণ জনগণই দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। এখানে ধর্মের নামে ভয় দেখিয়ে নয়, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভোট হবে।”

মতবিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন করণীয়, মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর