
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় জমকালো আয়োজন ও বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে খানবানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিঙ্গাইর উপজেলার খানবানিয়াড়া মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মইনুল ইসলাম খান শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গ্রামবাংলায় খেলাধুলার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। আজকের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খানবানিয়াড়ার মতো গ্রামীণ এলাকায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণ প্রমাণ করে, মফস্বলেও প্রতিভার অভাব নেই। ভবিষ্যতে এখান থেকে আরও ভালো খেলোয়াড় বেরিয়ে এসে দেশ ও জাতীয় দলের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা করি।”
এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, আতোয়ার রহমান খান বাচ্চু, বিএনপি নেতা আব্দুল গফুর, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি হামেদুর রহমান খান বাল্লু, আয়োজক কমিটির উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ন কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে প্যারাডাই এফসি সাটুরিয়া দলকে ১–২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামির্ত্তা ড্রিম ইলেভেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল দর্শকদের মুগ্ধ করে। মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজিত এই শীতকালীন ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের তারকা ফুটবলাররা অংশ নেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল। রানার্সআপ দলকে দেওয়া হয় ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩