
কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সান্ধায় লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ধামৈছা কেন্দ্রে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম–মনোহরগঞ্জের ১০-জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ একেএম সরওয়ার সিদ্দিকী। তিনি তার বক্তব্যে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ডা. সরওয়ার সিদ্দিকী বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন। তিনি জনগণের অধিকার রক্ষায় সংসদে সোচ্চার ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩