

নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য, উপজেলা ও বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এডভোকেট শরিফুল হক মুক্তা, নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, যুগ্ন আহবায়ক ডা:আবুল হাসেম
অধ্যক্ষ ইসাহক আলী, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, যুগ্ম আহ্বায়ক ইমান আলী, আবু বকর সিদ্দিক প্রধান, আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, সদস্য সচিব আজাদ আহমেদ প্রমুখ প্রায় সহস্রাধিক নেতা কর্মীবৃন্দ।
এ সময় ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় বিএনপি সরকারের কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চাই।
বিএনপি ক্ষমতার মসনতে একবার বসলে দেশের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ এগিয়ে যাবে। আর এই বিজয় আসবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩