সুনামগঞ্জ শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মামলার আসামী আব্দুল মালেক ইয়াবাসহ আটক
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ২৪
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একাধিক মাদক মামলার আসামী ইয়াবা সম্রাট আব্দুল মালেককে আটক করা হয়েছে। বুধবার ভোর সকালে সুনামগঞ্জ পৌর শহরে তেঘরিয়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়া।
এসময় একাধিক মাদক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী মাদক সম্রাট আব্দুল মালেককে নগদ ইয়াবা বিক্রির ৬ হাজার টাকা এবং ২৫ পিছ ইয়াবাসহ আটক করেন সদর থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি অভিযানিক দল। পরে থাকে সদর থানায় এনে তার বিরুদ্ধে মামলা রুজুসহ আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ১১ টি মাদক মামলা রয়েছে যার মধ্যে উল্লেখ যোগ্য মামলাগুলি হল, ১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-২৯, তারিখ- ১৫/০১/২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,
৮। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৭/১৭০, তারিখ- ০৯/০৭/২০১৮, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৯। সুনামগঞ্জ এর বিশ্বম্ভরপুর থানার এফআইআর নং-১২/১৩৪, তারিখ- ২৭/১০/২০১৭, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১০। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-৩/২২৭, তারিখ- ০৩/০৮/২০১৭, ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১১। সুনামগঞ্জ এর সুনামগঞ্জ থানার এফআইআর নং-১৫/৩০২, তারিখ-২৬/১১/২০১৬, ধারা- ১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পাওয়া যায়।
এব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সুনামগঞ্জ পৌর শহরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স বাস্তবায়নে পুলিশের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।এরই ধারা বাহিকতায় একাধিক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী আব্দুল মালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মাদক ব্যবসার সাথে যারাই জড়িত রয়েছে বাকিদের ও আইনের আওতা আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়ছে।