শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি. উপলক্ষ্যে-সিরাজগঞ্জে ৬৩, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা করা হয়। এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান করা হয়।

 

বুধবার (২১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বাজারস্টেশন মুক্তির সোপান চত্বরে একই মঞ্চে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম- তিনি তার বক্তব্য বলেন, একই মঞ্চে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের প্রতিশ্রুতির এ ধরণের অনন্য অনুষ্ঠান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচণ সংশ্লিষ্ট সকল সংস্থা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।সিরাজগঞ্জ জেলার সচেতন জনগণের সহযোগিতায় প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভোটের দিন নির্ভয়ে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রশাসনকে সহযোগিতা করার সর্বাত্মক আহবান জানান। এসময়ে অনুষ্ঠানে -জেলা নির্বাচন অফিসার মুহাম্মাদ আমিনুর রহমান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার কামারখন্দ ও সহকারী রিটার্নিং অফিসার ৬৩ সিরাজগঞ্জ-২ (কামারাখন্দ) মিজ বিপাশা হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার সিরাজগঞ্জ সদর ও সহকারী রিটার্নিং অফিসার ৬৩ সিরাজগঞ্জ-২ (সদর) মোঃ মামুন খান।

 

এ অনুষ্ঠানে বিএনপি’র পক্ষে ইশতেহার পাঠ করেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক-মোঃ সাইদুর রহমান বাচ্চু। বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ইশতেহার ঘোষণা করেন, মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াতে ইসলামী), এস.এম.আব্দুল্লাহ আল মামুন (জাসদ), মোহাম্মদ মাহফুজুর রহমান (গণ অধিকার পরিষদ), মোঃ আনোয়ার হোসেন (সিপিবি), মোঃ মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এবং মোঃ সোহেল রানা (জনতার দল)।

 

অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণবিধির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশ বিভাগ, উপজেলা নির্বাচন অফিসার, জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর