প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:২৭ এ.এম
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি-২০২৬ খ্রি.) বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু'র সিরাজগঞ্জ শহরের হোসেনপুর বাসভবনে ছাত্রদলে যোগদান করেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যোগদানকৃতদের ফুল দিয়ে বরন করে নেন।
যোগদানকৃতদের মধ্যে রয়েছেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের সাবেক আহবায়ক সজিব সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক আসির ইন্তেসার অয়ন, সদর উপজেলার সাবেক আহবায়ক ইয়াসির আরাফাত ইশান , মুখপাত্র টিএম মুশফিক সাদ, সিনিয়র মুখ্য সংগঠক জুবাইর আল ইসলাম সেজান, সদর উপজেলা সদস্য সচিব রাহাত তালুকদার, যুগ্ন সদস্য সচিব মোহাইমেন তামিম, সহ মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, যুগ্ন সদস্য সচিব মেহেদী হাসান সাবিত, যুগ্ম আহবায়ক মুমিত হাসান, যুগ্ন আহবায়ক সাকিব, যুগ্ন আহবায়ক সাব্বির খন্দকার, সংগঠক সাদমান জাহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, শ্রী আমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল-কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩