প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:২১ এ.এম
সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্বাচনী প্রচারণার প্রথমদিনে সয়দাবাদে গণসংযোগ,পথও জনসভা করেছেন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

"জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ"। মোনাফেক ধোকাবাজ, ধর্ম ব্যবসায়ীরা জান্নাতে নেওয়ার মিথ্যা কথা বলে আবার একশ্রেণির সহজ-সরল মা-বোনদের তালিমের নামে কোরআন শপথ করে ভোট চাচ্ছে। মূলতঃ তারা মোনাফেক, ধোকাবাজ এবং ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন না- বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী,বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন---"জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ"। মোনাফেক ধোকাবাজ, ধর্ম ব্যবসায়ীরা জান্নাতে নেওয়ার মিথ্যা কথা বলে আবার একশ্রেণির সহজ-সরল মা-বোনদের তালিমের নামে কোরআন শপথ করে ভোট চাচ্ছে। মূলতঃ তারা মোনাফেক, ধোকাবাজ এবং ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিন দিনভর সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া, সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী, সয়দাবাদ মোড়, পূর্ণবাসন, গাছাবাড়ি, সারটিয়া, পশ্চিম সারটিয়া, জারিলা গ্রাম সহ ইউনিয়ন অন্যান্য স্থানে-নির্বাচনী প্রচারণা সভা ও গণসংযোগকালে তিনি উপরোক্ত এসব কথা বলেন। তিনি আরও বলেন ---তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, চিকিৎসার জন্য হেলথ কার্ড দেওয়া হবে।
শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। যার মাধ্যমে এককালীন টাকা পাবে এবং সেই টাকা দিয়ে হাঁস-মুরগী পালনসহ ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করে পরিবারকে সহায়তা করতে পারবে। কৃষি উন্নয়নের মাধ্যমে সবুজায়নের বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের এক ইঞ্চি আবাদি জমি নষ্ট করে শিল্প-ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে না। কৃষিকাজ সফলভাবে করতে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ পেয়ে ফসল উৎপাদন বাড়াতে পারবে। বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হিসেবে একটি নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
নির্বাচনী প্রচারণা প্রথমদিনে গণসংযোগ, পথসভা ও জনসভাগুলোতে - জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান পাপ্পু, মজিবুর রহমান লেবু, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি'র সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ-আল-কায়েস, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক
সহ নারী-পুুরুষ বিপুলসংখ্যক মানুষের উপস্থিত ছিলেন।

বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩