শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠশ্রেণীর প্রথম নবীন-বরণ নতুন ভর্তিকৃত ৩৬০জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

“লন্ডনে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদারসসঙ্গে অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

মুর্শিদে বারহক, উস্তাদুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল লন্ডনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

 

গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬,দারুল হাদিস লতিফিয়া ও আঞ্জুমানে আল-ইসলাহ লন্ডন ডিভিশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শত শত ধর্মপ্রাণ মানুষ ও ছাহেব কিবলাহর মুহিব্বীন অংশগ্রহণ করেন। মাহফিলে খতমুল কুরআন, হযরত ফুলতলী (রহ.)–এর বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা এবং মিলাদ শরিফ অনুষ্ঠিত হয়।আইবিএননিউজকে এ সংবাদদিয়েছেন সাংবাদিক মকিস মনসুর।

মাহফিলে দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই মহতি মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আঞ্জুমানে আল-ইসলাহ-এর সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল জলিল, মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদিস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, এবং আল-ইসলাহ মসজিদ (মিশিগান)-এর চেয়ার হাজী আব্দুল মোতালিব প্রমুখ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুল মালিক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মুফতি মারুফ আহমদ, হাফিজ মাওলানা আনহার আহমদ, মো. বদরুল ইসলাম, মো. সদরুল ইসলাম, মাওলানা মুজতবা হাসান চৌধুরি নুমান, হাজি আব্দুস সালাম, মিজান খান, মাওলানা মুসলে উদ্দিনসহ বহু উলামায়ে কেরাম, হাফেজে কুরআন এবং হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুহিব্বীন। তাঁদের উপস্থিতিতে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃটেন থেকে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান উক্ত মাহফিলে কিরাআত, নাত ও শানে ফুলতলী পরিবেশন করেন কারি সুফিয়ান বিল্লাহ, মাওলানা সুলতান আহমদ, কারি আব্দুল মুহিত, আহমদ নিয়াজ এবং মাওলানা কায়েদ উদ্দিন।

বক্তারা তাঁদের আলোচনায় হযরত আল্লামা ফুলতলী (রহ.)–এর তাকওয়া, ইখলাস, বিনয়, উম্মাহর প্রতি দরদ এবং আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষভাবে বিশ্বব্যাপী কুরআনের খেদমত, হাদিস শিক্ষার প্রসার এবং সার্বিকভাবে দ্বীনে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, তাঁর রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান, ছাত্রবৃন্দ ও আদর্শই তাঁর জীবন্ত উত্তরাধিকার।

অনুষ্ঠানটি শেষ হয় এক হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে, যেখানে হযরত ছাহেব কিবলাহ, হযরত মুহাদ্দীছ ছাহেব হুজুর সহ সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত, দরজা বুলন্দি, তাঁদের খিদমতের কবুলিয়াত কামনা করা হয়।

উল্লেখ্য, ব্রিটেনের বিভিন্ন শহরে মসজিদ ও মাদ্রাসায় হযরত ছাহেব কিবলাহ রহ. এর ঈসালে ছাওয়াব মাহফিল যথাযোগ্য মর্যাদায় পুরো জানুয়ারি মাসব্যাপি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর