মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানে চারটি স্থানে মাটিকাটা বন্ধ করা হয়।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।