

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ঋষিধামে আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশে একমাত্র ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলা ২০২৬। ১১ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে বাঁশখালীসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, সাধুসঙ্গ, আলোচনা সভা ও নানা মাঙ্গলিক আয়োজন অনুষ্ঠিত হবে। এ মেলায় দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ন্যাসী, ঋষিকুল ও ধর্মীয় ব্যক্তিত্বের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
মেলা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ জানান, এবারের কুম্ভমেলায় অন্তত ২০ লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটতে পারে। ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের মঠ-মন্দিরের মহাত্মা ও সন্ন্যাসীরা এতে অংশ নেবেন। পাশাপাশি রাষ্ট্রীয় অতিথি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও মেলায় যোগ দেবেন বলে তিনি জানান।
উল্লেখ্য, বাঁশখালী ঋষিধাম বহুযুগ আগে প্রতিষ্ঠিত হলেও ১৯৫৭ সালে মোহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ এখানে কুম্ভমেলার প্রবর্তন করেন। প্রতি তিন বছর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতের হরিদ্বার, প্রয়াগ, নাসিক ও উজ্জয়িনীতে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, সেখানে যেতে যারা অক্ষম—তাদের কথা বিবেচনা করেই বাংলাদেশে এই কুম্ভমেলার প্রচলন করা হয়।
এরই মধ্যে মেলা সফল করতে গত ১৫ নভেম্বর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীগুরু সংঘের সভাপতি চন্দন সিনহার সভাপতিত্বে সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট অনুপ বিশ্বাসকে সভাপতি, শ্রী চন্দ্র শেখর মল্লিককে সাধারণ সম্পাদক ও তড়িৎ কান্তি গুহকে অর্থ সম্পাদক করে মেলা পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
এদিকে কুম্ভমেলা উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজসহ ঋষি অদ্বৈতানন্দ পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এই কুম্ভমেলা ধর্মীয় সম্প্রীতি, মানবিক শিক্ষা ও পারস্পরিক সদ্ভাব বিনিময়ের এক অনন্য মিলনমেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩