
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এ প্রচারণা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে লাকসাম উপজেলার পাশাপুর, মুদ্দাফরগঞ্জ বাজার, নৈরপাড় মৌলবি বাজার, রামচন্দ্রপুর টাওয়ার এলাকা, জংশন বাজার, দৌলতগঞ্জ বাজার, গাইনের ডহরা বাজার, নরপাটি বাজার, শুকতলা চৌরাস্তা ও উত্তরদা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন আবুল কালাম। পরে তিনি বিএনপির দলীয় কার্যালয়ে এসে প্রচারণা কর্মসূচি শেষ করেন।
প্রথম দিনের প্রচারণায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকা উৎসবমুখর গণআনন্দে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগকালে বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, “আমি যদি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারি, তাহলে লাকসাম ও মনোহরগঞ্জে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করবো—ইনশাআল্লাহ।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, আবুল কালামের নেতৃত্বে কুমিল্লা-০৯ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩