
চট্টগ্রাম বাঁশখালী উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়ার তালিকা তোয়াক্কা না করেই মইজ্জারটেক-জলদি রুটে চলছে সিএনজি চালকদের চরম নৈরাজ্য। আজ শুক্রবার সকাল থেকেই মইজ্জারটেক থেকে জলদি পর্যন্ত জনপ্রতি ২০০ টাকা করে ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
সাধারণ যাত্রীরা প্রশাসনের নির্দেশনার কথা বললে চালকরা ঔদ্ধত্য দেখিয়ে বলছেন, "সরকারি নিয়ম খাওয়ার টাইম আমাদের নেই। ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল থেকে আজ ২৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ পর্যন্ত বাঁশখালী মইজ্জারটেক রুটে যাত্রী সাধারণকে জিম্মি করে ভাড়া আদায় করে সিএনজি চালক।
সম্প্রতি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনস্বার্থে সিএনজি ভাড়া সুনির্দিষ্ট করে একটি চার্ট প্রদান করেন। কিন্তু সরেজমিনে দেখা গেছে, মইজ্জারটেক মোড়ে সেই চার্টের কোনো তোয়াক্কাই করছে না চালকরা। স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা দাবি করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।
গন্তব্যে পৌঁছাতে বাধ্য হওয়া যাত্রীরা জানান, ভাড়া নিয়ে প্রতিবাদ করলেই চালকরা সংঘবদ্ধ হয়ে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করছেন। এক ভুক্তভোগী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিলেও মাঠে কোনো তদারকি নেই। চালকরা প্রকাশ্যে বলছে তারা কোনো নিয়ম মানে না। আমরা সাধারণ মানুষ কার কাছে যাব?
চালকদের এমন মন্তব্য "সরকারি নিয়ম দেখার সময় নেই"—সরাসরি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল বলে মনে করছেন সচেতন মহল।
সাধারণ মানুষ এই নৈরাজ্য বন্ধে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩