প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:৩২ পি.এম
বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের এক সক্রিয় সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রমিজ আহমদ এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম নং-০২ বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ একজন সক্রিয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের জিডি নং-৪৩০, তারিখ ২১/০১/২০২৬ইং এর ভিত্তিতে চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি পালনকালে ২১/০১/২০২৬ ইং তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কুয়াইশ কলেজ গেইট এলাকা হতে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী একটি সিএনজি যোগে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করেছে।
্
প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিকাল ৪টা ০৫ মিনিটে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০ নম্বরের একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত ও বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিএনজিটি আটক করা হয়।
আটককৃত সিএনজির চালক জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আলমগীর (৪২) বলে জানায়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার ভাড়ায় চালিত সিএনজি (রেজি নং-চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০) এর চালকের সিটের নিচ থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ হলো (ক) ১টি অবৈধ বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে খোদাই করা রয়েছে “7.65, 7 RND, MADE IN U.S.A, NO.111 KGF”; গ্রিপ সোনালি রঙের এবং অন্যান্য অংশ সিলভার রঙের; পিস্তলের মোট দৈর্ঘ্য ২০.৫ সেন্টিমিটার, প্রস্থ ১২ সেন্টিমিটার, ব্যারেলের দৈর্ঘ্য ১৫.২ সেন্টিমিটার ও গ্রিপের দৈর্ঘ্য ৯.৭ সেন্টিমিটার। (খ) ১টি পিস্তলের ম্যাগাজিন। (গ) ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, প্রতিটির পেছনে ইংরেজিতে “KF 7.65” লেখা রয়েছে।
উদ্ধারকৃত আলামতসমূহ ২১/০১/২০২৬ ইং তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩