শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (বিদ্যালয়)-এর গোল্ডমেডেল, ক্রেস্ট, সনদপত্র ও অর্থ গ্রহণ- মো. মেহেদী হাসান

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬খ্রি. জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মেহেদী হাসান।

 

মঙ্গলবার(২০জানুয়ারি-২০২৬) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৬- খ্রি. সমাপনী পর্যায়ের পুরস্কার-বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর. সি.আর. আবরার-এর হাত হতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (বিদ্যালয়)-এর গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও অর্থ গ্রহণ করেন।

মো. মেহেদী হাসান ১২ জানুয়ারি উপজেলা ও জেলা পর্যায়ে এবং ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হওয়ার পর ১৯ জানুয়ারি ২০২৬ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হন। মো. মেহেদী হাসান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন সলংগা ইউনিয়নের জগজীবন গ্রামের মো. আব্দুস সাত্তার ও জোসনা খাতুনের প্রথম সন্তান।

 

তাঁর এই অসাধারণ সাফল্যে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। উচ্ছ্বাসের আমেজ ছড়িয়ে পড়েছে তাঁর নিজ গ্রাম জগজীবনপুরে। তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য সবাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মো. মেহেদী হাসান ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ইংরেজি প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৮ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর (ইংরেজি) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০১৮ সালে পাবনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে পেশাগত ডিগ্রি বি.এড. অর্জন করেন।

মো. মেহেদী হাসান বলেন, তাঁর এই অসামান্য অর্জনের পেছনে যিনি মেন্টর হিসেবে কাজ করেছেন ও অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি হচ্ছেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্ল্যাহ আল মামুন স্যার, যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধিত হচ্ছে। প্রধান শিক্ষক মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই শিক্ষক।

 

এছাড়া তিনি অশেষ ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের সকল সহকর্মী, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের। তিনি বলেন, এ-ধরনের অসাধারণ সাফল্যের জন্য আমি অত্যন্ত গর্বিত। তিনি বলেন, তাঁর এই অর্জন তাঁর শিক্ষকতা পেশার দায়িত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, তিনি চেষ্টা করবেন তাঁর অর্জিত এই সম্মান রক্ষা করে যথাযথভাবে সকল দায়িত্ব সম্পাদনের। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর