

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-র সমর্থনে গাছা এলাকায় বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গাছা থানার মির্জাপুর সিএনজি পাম্প এলাকা থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি মির্জাপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বোর্ডবাজার ও জাতীয় বিশ্ববিদ্যালয় (সাইনবোর্ড) এলাকা প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন-এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, সিনিয়র সহ-সভাপতি এস এম নাঈম মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাজারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ।
এদের মধ্যে ছিলেন—
৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাশেম, ৩৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোহাম্মদ আলী, ৩৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামরুজ্জামান, ৩৭ নং ওয়ার্ডের সভাপতি হাজী শুক্কুর আলী ভান্ডারী, ৩৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সোলায়মান শাহ, ৩৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাছির উদ্দিন এবং ৩২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল হামিদ মন্ডল।
বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও ওলামা দলের প্রায় ১২০০ নেতাকর্মী মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপন ও সদস্য-সচিব সোহেল তাজ, গাছা থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মমিনুর রহমান, গাছা থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী আলিফ খান, ৩৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ফয়সাল এবং ৩৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী এম রতন তাঞ্জিম।
সমাপ্তি বক্তব্যে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩