সিরাজগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীদের জন্য নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জামায়াতে ইসলামীর দুই নেতা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিরাজগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত প্রার্থী মিজানুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ সরকার ও সিরাজগঞ্জ-৬ আসনে একই জোট থেকে জাতীয় নাগরিট পার্টির (এনসিপি) প্রার্থী এস.এম সাঈফ মোস্তাফিজ।