
কুমিল্লার লাকসামে সাবেক সংসদ সদস্য মরহুম সাইফুল ইসলাম হিরুর স্মরণে আয়োজিত “সাইফুল ইসলাম হিরু স্মৃতি ডাবল এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লাকসামের গাজিমুড়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা-০৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান মজির আহমেদ,লাকসাম পৌরসভা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক তন্ময় ইসলাম, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, বিএনপি নেতা কামাল হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা উপলক্ষে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিরোপা নির্ধারণী এই লড়াইকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিকভাবে গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩