চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত দেশের খ্যাতনামা পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর নবপ্রতিষ্ঠিত Ocean Monitoring and Forecasting Centre পরিদর্শন করেছেন।
এ পরিদর্শনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বিশেষ করে সমুদ্রবিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরিদর্শনকালে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক স্বনামধন্য অধ্যাপক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খাদেমুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবির।
Ocean Monitoring and Forecasting Centre পরিদর্শনকালে অতিথিরা কেন্দ্রটির জন্য সংগৃহীত অত্যাধুনিক যন্ত্রপাতি ও গবেষণা সরঞ্জামাদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং এসব যন্ত্রের কার্যকারিতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের অধ্যাপক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক সাইদুর রহমান চৌধুরী উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদদের বিভিন্ন যন্ত্রের ব্যবহার পদ্ধতি হাতে কলমে প্রদর্শন করেন এবং Ocean Monitoring and Forecasting Centre এর মাধ্যমে কীভাবে সমুদ্রের আবহাওয়া পর্যবেক্ষণ, জলস্তরের পরিবর্তন, উপকূলীয় ঝুঁকি বিশ্লেষণ ও ভবিষ্যৎ পূর্বাভাস প্রদান করা সম্ভব হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। এ সময় অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি এবং গবেষণার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পরিদর্শনকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, সমুদ্র গবেষণা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং Ocean Monitoring and Forecasting Centre এর মাধ্যমে উপকূলীয় অঞ্চল, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণে কার্যকর গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অতিথিদের সঙ্গে মতবিনিময় হয়। আগত বিশিষ্ট শিক্ষাবিদগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্য, গবেষণা পরিকাঠামো এবং মাননীয় উপাচার্যের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বেশি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার আগ্রহ ব্যক্ত করেন।
তারা Ocean Monitoring and Forecasting Centre কে দেশের সমুদ্রবিজ্ঞান গবেষণায় একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং এ ধরনের গবেষণা কেন্দ্র দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. এস এম শরীফুজ্জামান, মেরিন সায়েন্সস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, Ocean Monitoring and Forecasting Centre ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সমুদ্র গবেষণার একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং দেশের সামগ্রিক গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
স্বাক্ষরিত ডেপুটি রেজিস্ট্রার তথ্য ও জনসংযোগ রেজিস্ট্রার দপ্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়