
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে যাদুকাটা নদী থেকে দুটি অবৈধ সেইভ নৌকা জব্দ এবং গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তাহিরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার গড়কাটি সাকিনস্থ যাদুকাটা নদী থেকে কাঠের তৈরি ০২ (দুই) টি অবৈধ সেইভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকার আনুমানিক মূল্য ৩ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ সংক্রান্ত তাহিরপুর থানার মামলা নং-১৯, তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, জি আর নং-১৯, ধারা: ১৫, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০।
এদিকে একই দিনে রাতে এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিমুলতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন—
মোঃ শাহআলম (৩২),
পিতা: রুস্তম আলী,
মাতা: ফরিদা খাতুন,
স্থায়ী ঠিকানা: গ্রাম- চাঁনপুর, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ।
এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা নং-২০, তারিখ: ২০ জানুয়ারি ২০২৬, জি আর নং-২০, ধারা: ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩