

সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম সুনামখ্যাত বিদ্যপীঠ "বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়" এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
মঙ্গলবার(২০জানুয়ারি-২০২৬খ্রি.) সকালে অত্র বিদ্যালয়ে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতা পাঠ করা হয়।
এ অনুষ্ঠানে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে-স্কুলের
বিএনসিসি শিক্ষার্থীরা প্রধান অতিথি সহ বিশেষঅতিথিদের গার্ড অব অনার প্রদর্শন করাহয়। অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তিনি বেলুনফেস্টুন উড়িয়ে উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এসময়ে তিনি তার বক্তব্য বলেন, প্রত্যেক শিক্ষার্থী সু-শিক্ষার পাশাপাশি শারিরীক সুস্থতা রাখতে হলে সুন্দর সমাজগঠন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই এবং সাহিত্য- সাংস্কৃতিক চর্চা করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার,সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, মোঃ রবিউল হাসান মন্ডল প্রমুখ। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেম, আব্দুস ছালাম ।
এ অনুষ্ঠানে "বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়" এর সহকারী প্রধান শিক্ষক প্রীতিশ কুমার কুন্ডু, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩