
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “যেদিন এই ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পাস হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল—বাংলাদেশে আর নিরপেক্ষ নির্বাচন হবে না।”
পিআইবি’র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বান
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ফারুক ওয়াসিফ বলেন, নিরপেক্ষ নির্বাচন না হওয়ার অর্থই হলো রাজনৈতিক দলগুলোকে দমন ও ধ্বংস করার পথ তৈরি করা। তিনি বলেন, “এবারের নির্বাচন যেন প্রকৃত জনমতের প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা আবারও ফ্যাসিবাদের কবলে পড়বো।”
তিনি আরও বলেন, শুধু সরকার গঠন করলেই চলবে না; সেই সরকার যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেজন্য এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩