জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মা ও অভিভাবকদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বাঁশখালী উপজেলার মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মা ও অভিভাবক সমাবেশ/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের বিপুলসংখ্যক মা ও অভিভাবক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ আবদুল হামিদ। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে মা ও অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। গণভোট সম্পর্কে সঠিক ধারণা থাকলে তারা সন্তানদের মধ্যেও নাগরিক দায়িত্ববোধ সৃষ্টি করতে পারবেন।
মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন গণভোটের তাৎপর্য, জাতীয় সনদের উদ্দেশ্য, গণভোটে অংশগ্রহণের নিয়মাবলি এবং জনগণের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং গণভোট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বাঁশখালী, চট্টগ্রাম। আয়োজকরা জানান, গণভোটকে কেন্দ্র করে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।