সিরাজগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে- আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৬৪
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্ব-নির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিএনপি’র প্রতিষ্ঠাতা – শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ নুরুন্নবী।
সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে,
সোমবার (১৯জানুয়ারি-২০২৬খ্রি.) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের পৌরভাসানী মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শহিদ জিয়াউর রহমানকে হৃদয় লালন করি, স্মরণ করি এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে সামনে আমরা এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। সামনে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এদেশের কোটি কোটি মানুষ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে ভালোবাসে তার ১৯ দফার আলোকে আমরা চলি। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গণে থেকে জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা করেন।
আর স্বাধীনতা বিরোধীরা রাজাকার, আলসামবাহিনী দেশের বিরোধিতা করে পাকবাহিনীকে সহযোগিতা করে মা-বোনদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিলো, হাজার হাজার মানুষ হত্যা করে দেশের ক্ষতি করেছে এই রাজাকার আলসামস ( বটবাহিনী)।
এসময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, আনিসুজ্জামান পাপ্পু, খ.ম.রকিবুল হাসান রতন, আব্দুল কাদের সেখ, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন -অর- রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর হোসেন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেরাজ,জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি, মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। এসময়ে বিএনপির বিভিন্ন ইউনিটের বিএনপির অঙ্গ সংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।